ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় কবর থেকে দুই নারীর কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, ফেব্রুয়ারি ৮, ২০২৫
ভোলায় কবর থেকে দুই নারীর কঙ্কাল চুরি

ভোলা: দৌলতখান উপজেলায় কবর খুঁড়ে দুই নারীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে কে বা কারা।

এ ঘটনায় উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যে জয়নগর ৭ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য দেখা দিয়েছে।

যাদের কবর খুঁড়ে কঙ্কাল নিয়েছে চোরেরা তারা হলেন- শাহনাজ বেগম (৫০) ও বিবি হাজেরা (৪০)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় এলাকার মীর বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

শাহনাজ বেগমের মৃত্যু হয়েছিল এক বছর আগে। তার স্বামীর নাম আনিছলর হক। ৯ মাস আগে মৃত্যু হয় হাজেরার। তিনি ওই এলাকার আমির হোসেনের স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়া দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইব্রাহিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মীর বাড়ির পারিবারিক কবরস্থানের পাঁচটি কবর খোঁড়া হয়েছিল। দুটি লাশ চুরি হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।