নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলায় থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) ফতুল্লার শাসনগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস আলীতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এমআরপি/জেএইচ