ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে প্রতিবাদ সমাবেশ 

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে ‘সাগর সরওয়ার ও মেহেরুন রুনী নির্মম হত্যাকাণ্ড বিচারের অপেক্ষায় ১৩ বছর’ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভাটির আয়োজন করে ঢাকা রিপোটার্স ইউনিটি।

প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের জীবন অভিশপ্ত জীবন। সবাই চায় আমাদের দমিয়ে রাখতে। বিগত সরকার আমাদের ভয় পাওয়ার জন্য সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু আমরা থেমে থাকিনি।  

সাংবাদিকরা বলেন, সাগরের হত্যা মামলা হওয়ার পর ১১৫ বারের মতো পিছিয়েছে। বাংলাদেশে কি এর আগে কখনো কোনো হত্যা মামলার বিচার হয়নি? তৎকালীন সরকারের প্রত্যেকে এ মামলার বিষয়ে উদাসীন ছিলেন। যেখানে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন সাগর রুনির হত্যাকাণ্ডের কোনো প্রমান পাওয়া যায়নি, সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর সাহস আছে প্রমাণ বের করার। ফলে সেই সময় থেকে এখন পর্যন্ত এই মামলার কোন অগ্রগতি হচ্ছে না। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার, এ মামলাকে এগিয়ে নিয়ে যাবেন।

প্রতিবাদ সমাবেশে ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডিআরইউয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, সাগর-রুনির সহকর্মীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।