ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার ফাইটাররা। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এজেডএস/এসএএইচ