ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত নিহত আফনানুল ইসলাম ফাহাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফনানুল ইসলাম ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ছাড়াও এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম ও শাকিল নামে দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনানুল ইসলাম ফাহাদ (১৮) উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে এবং পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মোটরসাইকেলে চড়ে আফনানুল ইসলাম ফাহাদসহ তিনবন্ধু মিলে পাকুন্দিয়া বাজার থেকে পার্শ্ববর্তী থানারঘাট এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের বাহাদিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ফাহাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফাহাদসহ তার বন্ধু নাঈম ও শাকিল।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম ও শাকিলকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।