ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

জন্ম নিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
জন্ম নিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা রোববার ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ঢাকা: জন্ম নিবন্ধন নিয়ে নানা জটিলতা ও অনিয়ম প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্ম নিবন্ধন—এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ধরেন, আমি মধ্য বয়সে বা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন লাগবে। আমার আমলে জন্ম নিবন্ধন কে করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে। তখন পয়সা না দিলেও ঠিকই চলে আসা উচিত। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ।

জন্ম নিবন্ধন ব্যবস্থায় সৃজনশীল উপায় বের করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে। ওই যে বললাম, টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না। কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোন সময়, যে বয়সেই চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কী করতে হবে, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমাদের নিয়ম বের করতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এটার ওপরই সমস্ত কিছু নির্ভরশীল। জন্ম সনদ, জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে বহু কিছু করব। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না। এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। সব আটকিয়ে গেল। আমরা বলছি যে, এটা সবার একই সঙ্গে সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাব।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ