ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের আহ্বায়ক বিমানবন্দরে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের আহ্বায়ক বিমানবন্দরে গ্রেপ্তার রেজান আহমদ শাহ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ শাখার আহ্বায়ক রেজান আহমদ শাহ। মঙ্গলবার রাতে দেশত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রেজান আহমদ শাহকে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ আটকের পর তাদের বেতার বার্তা পাঠায়। পরে থানার একটি টিম ঢাকায় গিয়ে তাকে নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রেজান আহমদ শাহকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৫ আগস্টের পূর্ববর্তী সময়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ট সহযোগী ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদের অনুসারি ছিলেন রেজান শাহ। সরকার পতনের পর রেজানের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় একাধিক নাশকতা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।