ঢাকা: আশুলিয়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় রাবেয়া আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম।
নিহত রাবেয়া আক্তার রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি আশুলিয়ার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় রাবেয়া আক্তারকে অজ্ঞাত পরিবহন গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রাবেয়াকে উদ্ধার করে প্রথমে হাবিব হাসপাতাল পরে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমজে