ঢাকা: অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ শেষ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমরা আজ ডিসিদের সঙ্গে বসেছিলাম। আমরা তাদের কিছু দিক নির্দেশনা দিয়েছি। স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলো চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। তার কারণগুলো হলো অনেকগুলো প্রকল্পের ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। অনেক প্রকল্পের টাকা নিয়ে তারা চলে গেছেন, অনেক অসমাপ্ত প্রকল্প রয়ে গেছে। এছাড়া আগে যেমন স্থানীয় প্রতিনিধি ছিল তাদের কাছ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে অনেক প্রকল্প নেওয়া হলেও এই প্রকল্পগুলোর চাহিদা ছিল। এখন তো তারা নেই। আমরা ডিসিদের বলেছি তাদের নিজেদের উদ্যোগেই স্থানীয়ভাবে যেগুলো জনহিতকর প্রকল্প রয়েছে এগুলো রানিং করতে হবে। যেমন রাস্তা-ঘাট নির্মাণ, অনেক রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো ভগ্ন দশা এগুলো যেন তারা নিজেদের উদ্যোগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পগুলো অর্ধ সমাপ্ত হয়ে আছে ঠিকাদার চলে গেছে বা পাওয়া যাচ্ছে না এ প্রকল্পগুলোকে আবার কীভাবে শুরু করা যায় নতুন ঠিকাদার নিয়ে এবং জনহিত কর প্রকল্পগুলো যাতে বিলম্ব না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের যে নতুন প্রকল্পগুলো জানুয়ারি থেকে নিয়েছি এগুলো যাতে দায়িত্ব নিয়ে তারা দেখভাল করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসএমএকে/আরআইএস