ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খুলনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
খুলনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

খুলনা: খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জীবন বিমা অফিস ও ১০ তলা ভবনের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, রেলস্টেশনে যাত্রী নামিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ওয়াস ফিল্ডে যাচ্ছিল। এ সময়ে নিউ মার্কেট জীবন বিমা অফিস এবং নুর শপিং সেন্টার সংলগ্ন গলি দিয়ে এক ব্যক্তি দৌঁড় দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ট্রেনটি অজ্ঞাত ওই ব্যক্তির ওপর দিয়ে চলে গেলে মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।