বান্দরবান: বান্দরবানে বাসায় এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা পুলিশের।
মৃত কনস্টেবলের নাম রুম্পা দাশ (৩০)। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌর এলাকার বনরুপা পাড়া এলাকার নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। রুম্পা জেলার পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী ও দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা দাশ। প্রতিদিনের মতো রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতের খাবার খেয়ে রুম্পা দাশ আলাদা কক্ষে ঘুমাতে যান। দুই সন্তানসহ স্বামী সৌরভ ঘুমিয়ে পড়েন পাশের কক্ষে। কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুম্পা দাশ।
সকালে স্বামী সৌরভ ঘুম থেকে উঠে রুম্পাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন তার স্বামী।
এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আবদুল করিম জানান, রুম্পা দাশ নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসএএইচ