আগামী রোববার (১৯ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও কুয়েতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। দুই দেশের পররাষ্ট্র সচিবেরা রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্নখাতে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দূতাবাস স্থাপনের জন্য উভয় দেশের মধ্যে প্লট বরাদ্দ হস্তান্তর, শ্রমবাজার, ঢাকা-কুয়েতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, তথ্য-প্রযুক্তি ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সহযোগিতা, অবকাঠামোখাতে সহযোগিতা, কৃষি এবং কুয়েতে হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সার্টিফিকেট বা সনদ পেতে সহেযাগিতা নিয়ে আলোচনা হবে।
কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার রাতে ঢাকায় আসবেন। একদিনের সংক্ষিপ্ত সফরে এফওসিতে নিজ দেশের নেতৃত্ব দেবেন সহকারী মন্ত্রী। এরপর তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তার শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কুয়েতের সঙ্গে এই প্রথম এফওসি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে দূতাবাস স্থাপনের জন্য উভয় দেশের মধ্যে প্লট বরাদ্দ হস্তান্তরের ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া শ্রমিক প্রেরণে সহযোগিতা, তথ্য-প্রযুক্তি, পূর্বাচলে ইমাম প্রশিক্ষণকেন্দ্র, হালাল পণ্যের সনদ পাওয়ার বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
টিআর/এএটি