ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

মেসে গলায় ফাঁস দেওয়া সেই জবি ছাত্রের মৃত্যু 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
মেসে গলায় ফাঁস দেওয়া সেই জবি ছাত্রের মৃত্যু  আহাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): মেসে গলায় ফাঁস দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র আহাদ মারা গেছেন। তিনি হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়।  

আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।   

বিভাগের শিক্ষক মাশরিক হাসান জানান, আহাদ ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেন সহপাঠীরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয় আহাদকে। সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয় তাকে।  

আহাদের বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গলায় ফাঁস দেওয়ার আগে কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়াও করেননি।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।