ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে আগুন লাগা ওয়ার্কশপে বিস্ফোরণ, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
খিলগাঁওয়ে আগুন লাগা ওয়ার্কশপে বিস্ফোরণ, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে থাকা একটি গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এ রিপোর্ট লেখার সময় ৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুন লাগে। পরে কয়েকটি বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বিকট আওয়াজ করে কমপক্ষে চারটি বিস্ফোরণ ঘটে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, এই ভয়াবহ আগুনে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে আটটি ওয়ার্কশপ ও একটি স-মিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খিলগাঁওয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি। তবে গাড়ির গ্যারেজে ও স-মিলে দুই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।