ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশের লাঠিচার্জ-জলকামানে আউটসোর্সিং কর্মীরা ছত্রভঙ্গ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
পুলিশের লাঠিচার্জ-জলকামানে আউটসোর্সিং কর্মীরা ছত্রভঙ্গ 

ঢাকা: চাকরি স্থায়ী করার দাবিতে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের ওপর লাঠিচার্জ বরে ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এর আগে সড়ক থেকে তাদের সরে যেতে অনুরোধ জানায় পুলিশ। এরপরও সড়ক থেকে না সরলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছুড়ে ও লাঠিচার্জ করে।

এদিন চাকরি স্থায়ীকরণের দাবিতে বিকেল ৩টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে শিক্ষাভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করতে থাকে। এ সময় ওই এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।  

যানজট নিরসনে এসময় রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

পরে বিকেল ৫টার দিকে বাধ্য হয়ে জলকামান, টিয়ারশেল ব্যবহার ও লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।