ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল থেকে সন্দেহজনক ৮ মহিলা পকেটমার  আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে আজহারীর মাহফিল থেকে সন্দেহজনক ৮ মহিলা পকেটমার  আটক

চাঁপাইনবাবগঞ্জ: জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে সন্দেহজনক ৮ মহিলা পকেটমারকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন লালাপাড়া মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে মহিলাদের জন্য নির্ধারিত মাঠ থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি রইস উদ্দিন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা সবাই হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান, আটক মহিলারা তাফসির মাহফিলের মহিলাদের জন্য নির্ধারিত মাঠে মহিলাদের গলায় ও বিভিন্ন স্থানে হাত দেয়ার সময় সন্দেহ হলে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় কর্তব্যরত পুলিশ তাদের আটক করে সদর থানা হাজতে হেফাজতে নেয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তাদের তল্লাশি শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আকলিমা (২০) ও সায়েরা নামের ২ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। আটক আকলিমা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাগসুরা গ্রামের মো: রাফির স্ত্রী বলে জানা গেছে।

প্রসঙ্গত চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্ববৃহৎ এ গনজমায়েত ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় । পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে স্থাপন করা হয়েছে শতাধিক চেকপোস্ট। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৬৫০ পুলিশ সদস্য, ৫ হাজার স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর একাধিক ইউনিট এবং র‍্যাবের টহল টিম।

ভিআইপি গেটের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক জহিরুল ইসলাম বলেন, মাহফিলের আয়তন ৪০ বিঘা জুড়ে। যার ধারণ ক্ষমতা ৩ লাখ। ৮টি মাঠে সর্বমোট প্রায় ৮ লাখ মানুষের সমাগোম হওয়ায় প্রবেশকারীদের কঠোর তল্লাশি এবং পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।