ঢাবি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ঢাবির কবি বিজয় একাত্তর হলের সামনে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে গিয়ে হলের শিক্ষার্থীদের মিছিলে যোগ দিতে ডাকাডাকি করেন। এরপর তারা মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে যান।
এসময় তারা, ‘জুলাই রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’ ,’মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’, সারা দেশে সন্ত্রাস কেন, প্রশাসন জবাব দে’,সহ একাধিক স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সারা দেশে চলমান চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। ফলে তার এই পদে থাকার আর কোনো যোগ্যতা নেই।
রাজু ভাস্কর্যে ঢাবির জসীমউদ্দীন হলের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুরুল গণি ছগির বলেন, স্বরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে অস্থিরতা বেড়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী যদি এসব কর্মকাণ্ড থামাতে না পারে, তাহলে শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দিন। দেশে একটি গুম-খুনও হবে না। দেশে একটা চাঁদাবাজি, ধর্ষণ, খুন আমরা হতে দেব না।
ঢাবির ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। দেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারে। সেনাবাহিনীকে ৬ মাস আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও তারা পুরোই নিষ্ক্রিয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসবের দায় নিয়ে পদত্যাগ করতে হবে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, সোমবার দুপুর ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা তা নেবো। গত ৬ মাসে পুলিশ ও সেনাবাহিনী কী কার্যক্রম পরিচালনা করেছে, আমরা তার জবাবদিহিতা চাই।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন হলের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা নিজেদের হলে ফিরে যান।
এদিকে দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার বারিধারার বাসায় রাত আড়াইটা বা ৩টা নাগাদ সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।
** স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
** মধ্যরাতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এফএইচ/এসআরএস