সাতক্ষীরা: জোর প্রতিদ্বন্দ্বিতা করে টাইফুন, সিডর, আইলা ও আম্ফান। শেষ পর্যন্ত টাইফুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আম্ফান।
এমনই ব্যতিক্রমী আয়োজনে সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘গোল ফর ক্লাইমেট’ ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন ও উত্তরণের যৌথ আয়োজনে চার দলীয় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়াপদকপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণ কর্মকর্তা অ্যাডভোকেট মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী।
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সহসভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় ও সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়, যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন, সিডর, আইলা ও আম্ফান।
টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেলের পরিবর্তে বিতরণ করা হয় গাছের চারা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমআরএম