গাইবান্ধা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবাদে রাত ১২টার দিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেয় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, রাতে মেলার দোকানিদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানিদের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা আশঙ্কাজনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন,
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেপ্তারে অভিযান চলছে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন। আশাকরি ঘটনা সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-
গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকাশ, শিপন ও মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা গভীর উদ্বেগ ও নিন্দার বিষয়। যা মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপর এই ধরনের আক্রমণ গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি সরাসরি হুমকি।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ মিনিটে গাইবান্ধার পৌর পার্ক (শহীদ মিনার চত্বর) থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা প্রকাশসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরএ