ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে তৎপর যৌথবাহিনী, জনমনে স্বস্তি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সিলেটে তৎপর যৌথবাহিনী, জনমনে স্বস্তি 

সিলেট: দেশের চলমান পরিস্থিতির উন্নতি ঘটাতে সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে তল্লাশি করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে নগরের টিলাগড় পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে।

 

যৌথ বাহিনী তৎপর হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে জনমনে। স্থানীয় অনেকে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং তল্লাশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সেনা সদস্যরা যানবাহন আটকিয়ে সুন্দরভাবে বৈধ কাগজপত্র দেখাতে বলছেন। কাগজপত্র সঠিক পেলে ছেড়ে দিচ্ছেন। আবার কোনো যানবাহন সন্দেহ হলে তল্লাশি করেছেন।  

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর নগরের টিলাগড়, আম্বরখানা, চৌহাট্টাসহ বিভিন্ন পয়েন্টে এবং বিমানবন্দর সড়কে মোটরসাইকেলসহ সব ধরনের গাড়ির কাগজপত্র এবং অবৈধ মালামাল বহন করা হচ্ছে কিনা, তল্লাশি করে দেখেছেন সেনা সদস্যরা।  

এর আগে বিকেলে সিলেটের এয়ারপোর্টে সড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনী তল্লাশি কার্যক্রম চালায়। ওই সময় মাদকদ্রব্যসহ এক যুবককে হাতেনাতে আটক করে যৌথবাহিনী।  

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরই ধারাবাহিকতায় সিলেটে শুরু হয়েছে যৌথ বাহিনীর কমবাইন্ড টহল।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।