ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানের আহতরা

ঢাকা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সরকারি সুবিধা দেওয়ার জন্য যে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে হয়েছে, তা ভেঙে দুটি শ্রেণি করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানের আহতরা।

বুধবার (২৬ ফেরুয়ারি) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে তারা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সমবেত হন।

বিকেল পর্যন্ত আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কেই অবস্থান করছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানের আহতরা তাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন। তবে সড়কের দুই দিক থেকেই যান চলাচল স্বাভাবিক আছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারীরা জানিয়েছেন, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে, সেটি সংশোধন করতে হবে। একইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

সম্প্রতি জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের ‘এ’, ‘বি’ ও ‘সি’— এই তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকারি সুবিধা দেওয়ার কথা জানানো হয়।

অভ্যুত্থানের আহত আন্দোলনকারীদের দাবি তাদের ক্যাটাগরি দুটি করতে হবে। ‘সি’ ক্যাটাগরি ভেঙে দিয়ে ‘এ’ আর ‘বি’ ক্যাটাগরি তাদের সুযোগ সুবিধা দিতে হবে। যারা হাত, পা, চোখ হারিয়েছেন, যারা কাজকর্মে অক্ষম হয়ে পড়েছেন, তাদের ‘এ’ ক্যাটাগরিতে আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানকারী একজন আহত বলেন, সরকার ‘এ’ ক্যাটাগরির জন্য মাসিক ২০ হাজার টাকার সম্মানি ভাতার ঘোষণা দিয়েছে। এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে জানিয়েছে। আমরা এককালীন টাকা আরও বাড়ানোর দাবি জানিয়েছি। ‘বি’ ক্যাটাগরির এককালীন টাকা বাড়ানোর জন্য বিবেচনা করারও দাবি জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।