ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

সাংবাদিক মোস্তফা কাজল আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সাংবাদিক মোস্তফা কাজল আর নেই মোস্তফা কাজল

ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক মোস্তফা কাজল (৫৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

মোস্তফা কাজল প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিনের সাথে কাজ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।  

মোস্তফা কাজলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মোস্তফা কাজলের প্রথম নামাজে জানাজা বাদ আসর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হওয়ার পর বাদ মাগরিব কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ এশা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ