ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ফরিদপুরে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদরের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির (একাংশ) অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বিএনপির কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রল বোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রল বোমা উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা খোশবুর রহমান খোকন বলেন, আমরা এ ঘটনায় জড়িত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। কে বা কারা এসব পেট্রল বোমা রেখেছে তা অনুসন্ধান করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।