রংপুর: বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে বিনা শুল্কে পণ্য আমদানি-রপ্তানি করবে পাকিস্তান। এ তথ্য জানিয়েছেন দেশটির বাংলাদেশস্থ হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
রংপুর চেম্বার সভাপতি আকবর আলীর সভাপতিত্বে এসময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা ছাড়াও বিএনপি এবং জামায়াত নেতারা অংশ নেন।
মতবিনিময় সভায় আহমেদ মারুফ জানান, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এটিকে টিকিয়ে রাখতে বিভিন্নভাবে সহযোগিতা করবে পাকিস্তান।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ তাই, ভিসা সহজীকরণসহ দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে পাকিস্তান। পরে তিনি তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন।
তিনি বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ