ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যাংক অ্যাকাউন্ট কয়টি, কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ব্যাংক অ্যাকাউন্ট কয়টি, কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম

ঢাকা: অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট। যেটিতে স্থিতি আছে মাত্র ১০ হাজার ৬৯৮ টাকা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি নিজেই এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে ২০২৪ সালে ২১ আগস্ট থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

এ সময় পর্যন্ত তার ব্যাংক আ্যাকাউন্টে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে। উত্তোলন করা হয়েছে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা।

নাহিদ বলেন, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার ২৮ টাকা রয়েছে। তিনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারও নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারও সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম।   তিনি উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

নতুন দলের দায়িত্ব নিতে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই এ সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ইইউডি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।