ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রানা, সম্পাদক সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রানা, সম্পাদক সোহেল

ঢাকা: বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কমিটি গঠন করা হয়।  

কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির আল মামুন, শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর, শফিকুল ইসলাম শামীম ও গাযী আনোয়ার।

এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে মেহ্দী আজাদ মাসুম, শহিদুল ইসলাম রানা, মিজানুর রহমান ও জাওহার ইকবাল খান নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রফিক মৃধা।

কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে দফতর সম্পাদক মিজান শাহজাহান, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, ক্রীড়া সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল (দ্য বাংলাদেশ টুডে), সাংস্কৃতিক সম্পাদক এইচএম আল আমীন, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক শামীম হাওলাদার, সহ-তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ রয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন আবদুস সালাম হাওলাদার বাচ্চু, রেজাউল করীম বাবুল, রফিক উল্লাহ সরকার, রফিকুল ইসলাম সুজন, শাহ আলম ডাকুয়া, মাসুম বিল্লাহ, জিলানী মিল্টন, কামরুল ইসলাম, হরলাল রায় সাগর, মাহমুদা ডলি, তাপসী রাবেয়া আঁখি, মুজাহিরুল হক রুমেন, সাইরাস মাহমুদ, মিজানুর রহমান সবুজ, বশির হোসেন খান, মহসিন স্বপন, জিনিয়া কবির সূচনা, ফররুখ বাবু, শাকিল আহমেদ, মো. জিয়াউর রহমান, এইচ আর শফিক ও মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।