ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

পুলিশ সোর্স ভেবে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কোপাল মাদককারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
পুলিশ সোর্স ভেবে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কোপাল মাদককারবারি আহত ইউপি সদস্য ও তার স্ত্রী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সোর্স ভেবে নাজিম খান ইউনিয়নের ইউপি সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে তাদের প্রতিবেশী ইয়াবাকারবারি নিজাম উদ্দিন। পরে আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসীরা।

 

রোববার (২ মার্চ) বিকেলে ওই ইউপি সদস্য মাইদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে যৌথ বাহিনী নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের মন্ডল পাড়া এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে ইয়াবা ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতেও অভিযান করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিজাম সটকে পড়ে। এসময় যৌথ বাহিনীর অভিযানে ৯২১ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।  

আকটরা হলেন - বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)।

পর দিন রোববার বিকেলে ওই ইউনিয়নের ইউপি সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে পুলিশের সোর্স ভেবে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে মাইদুল ও তার স্ত্রী জবা বেগমকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে ইয়াবা কারবারি নিজাম উদ্দিন পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কুখ্যাত মাদককারবারি নিজামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার ভাই একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় সেই প্রভাব দেখিয়ে এলাকায় মাদকের সয়লাব ঘটিয়েছে।

এ ব্যাপারে রাজারহাট থানার ওসি তদন্ত তছলিম উদ্দিন বলেন, কুপিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।