জামালপুর: জামালপুরের নান্দিনায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (০৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীরা জানান, সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সোয়া ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নান্দিনা স্টেশন মাস্টার মো. নাদির হোসেন বলেন, এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এসআই