ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীতে জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের স্থানে গণইফতার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
ফেনীতে জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের স্থানে গণইফতার

ফেনী: ফেনীর মহিপালে ২৪'র গণঅভ্যুত্থানে চালানো হয়েছিল গণহত্যা। প্রাণ দেন ১২ জন।

সে স্থানে এবার গণ ইফতারের আয়োজন করেছে বিপ্লবী ছাত্র জনতা।

রমজানের শুরু থেকেই শুরু হয়েছে এ কর্মসূচি। শহরের বিভিন্ন স্থানে চলবে মাসব্যাপী।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওসমান গণি রাসেল জানান ২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের দোয়া কামনায় আমরা এ ইফতার আয়োজন করেছি।

প্রথম দিনের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারে নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় তিনশতাধিক রোজাদার ইফতার কার্যক্রমে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫ 
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।