ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নল্যাবাজার এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৮)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চাকদহ সরদারবাড়ী গ্রামের জাহেদ আলীর ছেলে। বিল্লাল দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক ছিলেন।

আহত তিনজনের নামপরিচয় জানা যায়নি। তবে আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজ রাজিব পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক বিল্লাল নিহত হন এবং তিনজন আহত হন।  আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করলেও এর চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।