ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

মধুখালীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ৯ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
মধুখালীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ৯ লক্ষাধিক টাকার ক্ষতি ডুমাইন বাজারে অগ্নিকাণ্ড

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৩ মার্চ) দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ আনুমানিক ৯টি দোকানের মালামাল পুড়ে যায়। বাজারে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়।  

স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।