ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

মাদকের টাকা না দেওয়ায় বড় ভাইকে হত্যা, আটক ছোট ভাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
মাদকের টাকা না দেওয়ায় বড় ভাইকে হত্যা, আটক ছোট ভাই  আটক শরিফুল ইসলাম

রংপুরের মিঠাপুকুর উপজেলার পল্লিতে মাদকের টাকা না দেওয়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত আতিয়ার রহমান (৫৫) উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত মতিয়া মিয়ার বড় ছেলে। আটক শরিফুল ইসলাম (৪০) নিহতের আপন ছোট ভাই।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজ শেষে সকালে বাড়িতে ফিরে বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন আতিয়ার রহমান। এ সময় তার কাছে নেশা করার জন্য টাকা চান মাদকাসক্ত ছোট ভাই শরিফুল ইসলাম। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকার করলে শরিফুল ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। এরপর কাস্তে দিয়ে গলা কেটে ঘটনাস্থলেই ভাইকে খুন করেন তিনি। ঘটনার পর এলাকাবাসী শরিফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মরদেহ মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।