ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

যশোর পুলিশের যেসব উদ্যোগের কথা জানালেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
যশোর পুলিশের যেসব উদ্যোগের কথা জানালেন এসপি যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই আলম মঙ্গলবার নিজ দপ্তরে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং করেন

যশোর: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যশোরে পুলিশের সাত শতাধিক সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। জেলা সদর থেকে উপজেলাব্যাপী থাকবে পুলিশের কড়া নজরদারিতে।

এসময় কাজ করবে ২৫টি ফুট প্যাট্রল টিম, ৬০টি ভ্রাম্যমাণ টিম, ১৩টি পিকেট টিম, ২৭টি বাইক ভ্রাম্যমাণ টিম।  

এর বাইরে শহর এবং শহরতলীতে কাজ করবে আরও ২৮টি মোবাইল টিম। যারা শহরের প্রধান সড়ক, অলিগলি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে চারটি বিশেষ পিকেট টিম এবং সাতটি ফুট প্যাট্রোল টিম সর্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নুর-ই আলম সিদ্দিকী আজ মঙ্গলবার (০৪ মার্চ) নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিং এ তথ্য দিয়েছেন।  

ভারপ্রাপ্ত এসপি বলেন, রমজান মাস এবং ঈদুল ফিতরকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, যশোরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে, যাতে অপরাধীদের দ্রুত চিহ্নিত করা যায় এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়। এছাড়া, প্রতিটি থানায় থাকবে কুইক রেসপন্স টিম। জরুরি পরিস্থিতিতে দ্রুততার সাথে ভূমিকা পালন করতে এই টিম গঠন করা হয়েছে।

নুর-ই আলম সিদ্দিকী বলেন, রমজান ও ঈদের সময় শহরে মানুষের সমাগম এবং যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এ কারণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শহরের যানজট কমানোর জন্য ট্রাফিক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণিক মাঠে সক্রিয়। রাস্তা দখলমুক্ত রাখতে ব্যবসায়ী, রিকশা-ভ্যান শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে।  

ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ব্যাংক, শপিং মল ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানান তিনি।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে বড় অংকের কোন অর্থ লেনদেন করার আগে বিশেষ সতর্কতা হিসেবে নিকটস্থ পুলিশ স্টেশন বা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধ করেন তিনি।  

ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া, যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাফুজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।