ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

ডেভিল হান্ট: বাহুবলে গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, মার্চ ৪, ২০২৫
ডেভিল হান্ট: বাহুবলে গ্রেপ্তার ৪ বাহুবলে গ্রেপ্তার চারজন

হবিগঞ্জ: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জের বাহুবলে চারজনকে গ্রেপ্তার হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোমবার (৩ মার্চ) বিকেলে থেকে মঙ্গলবার (৪ মার্চ) বিকেল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের প্রয়াত তোতা মিয়ার ছেলে টেনু মিয়া ও সেলিম মিয়া, টেনু মিয়ার ছেলে শিবলু মিয়া এবং লাকড়িপাড়া গ্রামের আমীর হোসেনের ছেলে জাকারিয়া মিয়া।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা নিজ নিজ এলাকার চিহ্নিত অপরাধী। সেনাবাহিনীর সহযোগিতায় পৃথক ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।