যশোর: যশোর নগর বিএনপির পরিচিতি সভায় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দলের মধ্যে থেকে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। সবাইকে দলের নীতি ও আদর্শ মেনে মানুষের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে হবে।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর নগর বিএপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কঠোর নির্দেশ মেনে চলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। তবে, সেই পথে উত্তোরণের পথ এখনো খুব মসৃণ নয়। নানাভাবে পতিত ফ্যাসিস্টের দোসসরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, যারা দলের নেতা হয়েছেন তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। নিজেদের এবং দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশ সংস্কারের যে ৩১ দফা বিএনপি দিয়েছে তা নিয়ে মানুষের কাছে যেতে হবে। সবাইকে বোঝাতে হবে।
এক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা বা ভুল করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিন্দ্য ইসলাম অমিত যশোর নগর বিএনপির নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল বাশার সুজন।
বাংলাদেশ সময়:২০৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ