ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে চেকপোস্টে তল্লাশিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
না.গঞ্জে চেকপোস্টে তল্লাশিকালে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসিআই গেট পানিরকল এলাকা থেকে অবৈধ বিদেশি রিভলবারসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ৪ মার্চ সিদ্ধিরগঞ্জ থানাধীন পানিরকল এসিআই গেটের সামনে রাস্তার ওপর র‍্যাবের অস্থায়ী চেকপোস্ট স্থাপন করলে চেকপোস্ট চলাকালে রাতে এক যুবক সন্দহজনকভাবে র‍্যাবের চেকপোস্ট অতিক্রমকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিধি মতে আটককৃতকে তল্লাশি করে তার পরিহিত নীল রঙের ফুল প্যান্টের ডান পাশের কোমরে গোজা অবস্থায় খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।  

গ্রেপ্তার মেহেদী হাসান (২০) সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মো. রহিমের ছেলে। গ্রেপ্তার মেহেদী হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার কাছে রেখেছিল। তার কাছে রিভলবার রাখার বৈধ কোনো কাগজপত্র নেই। পরে মেহেদী হাসানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।