ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

রমজানে দিনমজুর-চালক-পথচারীদের ভরসা ‘খুলনা ফুড ব্যাংকের ইফতার ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
রমজানে দিনমজুর-চালক-পথচারীদের ভরসা ‘খুলনা ফুড ব্যাংকের ইফতার ’

খুলনা: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও গরীব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারির আয়োজন করেছে খুলনা ফুড ব্যাংক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের বিত্তবানদের সহযোগিতায় এই আয়োজনটি চলবে রমজান মাসজুড়ে।

 

প্রতিদিন সন্ধ্যা নামার আগেভাগেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আগত পথচারী ও গরীব মানুষদের নিয়ে ইফতারির আয়োজন করেন। এই ইফতার খানায় যে কেউ চাইলেই ইফতার দিয়ে অসহায় রোজাদারদের পাশে দাঁড়াতে পারবেন বলে বুধবার (৫ মার্চ) বিকেলে খুলনা ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ সালেহ উদ্দিন সবুজ জানান ।  

তিনি জানান, আজ চতুর্থ রমজানে আমরা রেলস্টেশন এলাকায় ইফতার বিতরণ করেছি। পথচারী, ইজিবাইক ও রিক্সাচালক ভাইদের মাঝে আমরা ইফতারি বিতরণ করে থাকি। প্রতিদিন আমাদের ইফতারের বাজেট ৫০ টাকা, চাইলে আপনিও ৫০/১০০টাকা দিয়ে এক দুইজন রোজাদারের ইফতারির দায়িত্ব নিতে পারেন।

সবুজ বলেন, আমরা চাই অভাবী ও পথচারী মানুষ যেন অন্তত ইফতার সময়ে তৃপ্তির সঙ্গে কিছু খেতে পারেন।
ভ্রাম্যমান এই ইফতার আয়োজনে থাকে ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, লেবুর শরবত, খিচুড়ি এবং কখনো দেশীয় ফল। সামর্থ্য অনুযায়ী এই মেনুতে বিভিন্ন পরিবর্তন আনা হয়। এছাড়া ইফতার বিতরণের স্থানও পরিবর্তন হয়।

এদিকে বিনামূল্যে ইফতার সামগ্রী পেয়ে খুশি রোজাদাররা।

 

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।