কুষ্টিয়া: খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ছয় কোটি ২৫ লাখ টাকার মাদক এলএসডি এবং ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছেন বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটেলিয়নের সদস্যরা।
বুধবার (০৫ মার্চ) দুপুর একটায় কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনে অবস্থানরত অবস্থায় ওই অভিযান পরিচালতি হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাওয়ার সংবাদ পান তারা। এর ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়।
বুধবার দুপুর একটার দিকে চিত্রা এক্সপ্রেস ভেড়ামারা রেলস্টেশনে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে ওই মাদক ও জুয়েলারি উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ছয় কোটি ২৫ লাখ ৭৯ হাজার আটশ’ টাকা।
উদ্ধারের বিষয়ে ভেড়ামারা রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ০৫ মার্চ ২০২৫
এসএইচ