ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুর্ধর্ষ ডাকাত ধরলো গাজীপুরের সিআইডি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, অক্টোবর ৯, ২০২৫
দুর্ধর্ষ ডাকাত ধরলো গাজীপুরের সিআইডি ডাকাতিতে জড়িত জয়নাল সিআইডির জালে ধরা পড়েছেন

ঢাকা: অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির এলআইসি ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে গাজীপুরের সিআইডি।  

বুধবার (৮ অক্টোবর) সিআইডির একটি বিশেষ টিম গাজীপুর বাসন থানার তালতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

গ্রেপ্তার ব্যক্তির নাম জয়নাল (৪৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গত ২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সিআইডি জানায়, ধীরাশ্রম এলাকায় ডাকাতির ঘটনার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে।  দ্রুত তৎপরতায় ৪৮ ঘণ্টারও কম সময়ে রহস্য উদঘাটনপূর্বক সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো টিম এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ৪ অক্টোবর ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়।

জানা যায়, ডাকাতরা ওই রাতে ধীরাশ্রম এলাকার অধিবাসী মো. আব্দুল সোবহান ও তার পরিবারের বসতবাড়িতে ঢুকে ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড ও বড় আকারের কাটারসহ দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত, পা এবং চোখ-মুখ বেঁধে রাখে এবং প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়।  

এসময় তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করে।  

এই ঘটনায় গাজীপুর সদর থানায় নিয়মিত মামলা হয়। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডির গাজীপুর মেট্রো এবং জেলা ইউনিট পরিচালনা করছে।  

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ