রংপুর: রংপুরে দুইদিনে ২৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করবে প্রশাসন।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, পরিবেশগত লাইসেন্স না থাকাসহ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই বছরের পর বছর ধরে অবৈধ ইটভাটা চালু করে ব্যবসা করছে রংপুরের বিভিন্ন উপজেলায় ১৭২টি ইটভাটার মালিক। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়াসহ নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। সে কারণে উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার (৪ ও ৫ মার্চ) দুই দিনে সদরে ৬টি, তারাগঞ্জে, বদরগঞ্জে ও মিঠাপুকুরে ২টি করে, পীরগঞ্জে ৪টি, পীরগাছায় ১টি এবং কাউনিয়ায় ৩টি ইটভাটা ফায়ার সার্ভিসের সহায়তায় চিমনির আগুন নিভিয়ে ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রত্যেকটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কার্যক্রম চানালো হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারি প্রোগ্রাম থাকার কারণে উচ্ছেদ অভিযান বন্ধ থাকবে। আবারও শুক্রবার থেকে আবারও শুরু হবে উচ্ছেদ অভিযান।
তিনি আরও জানান, আমরা চিমনি ভেঙে দেওয়ার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দিয়েছি। কোনোভাবেই অবৈধ কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোড় করে করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ