ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মার্চ ৮, ২০২৫
রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সংস্থার সদস্য প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।  

দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ এর ধারা ৪(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আদা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চেয়ার‌ম্যান পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে শনিবার (৮ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপর আদেশে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) পদে চুক্তিতে নিয়োগ পাওয়া রিয়াজুল ইসলামের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ২৬ অক্টোবর তাকে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পাওয়া মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ৪ এপ্রিল তাকে চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ