গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরাচালা ও মাওনা এলাকায় আগুন লেগে পুড়ে গেছে স্কুল, বাসাবাড়ি ও দোকানপাট।
রোববার (৯ মার্চ) রাতে পৃথক দুটি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, বহেরাচালা এলাকায় রাত ১১টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের আরও ৬টি দোকান ও বাসাবাড়ির দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীর ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি দোকান, বাসাবাড়ির দুটি কক্ষ এবং মালপত্র ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে মাওনা এলাকায় রাত ১টার দিকে মাওনা ক্যামব্রিয়ান স্কুলে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুলের ৫টি কক্ষ চেয়ার, টেবিল ও সিলিং পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫।
আরএস/জেএইচ