ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষকদের ফাঁসি দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালতের সামনে অবস্থান ছাত্রজনতার

ডিসটিক করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
শিশু ধর্ষকদের ফাঁসি দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালতের সামনে অবস্থান ছাত্রজনতার মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের ফাঁসি দাবিতে দ্বিতীয় দিনের মতো আদালতের সামনে অবস্থান নিয়েছে ছাত্রজনতা

মাগুরা: মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষুব্ধ ছাত্রজনতা অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ স্লোগান দিচ্ছেন তারা।

সোমবার (১০ মার্চ) সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারদী কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে যেয়ে মূল গেটের সামনে অবস্থান নেয়।

বিক্ষুব্ধরা শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবি করেন এবং সড়কে বসে নানা স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। তাদের এই অবস্থানের কারণে শহরের কলেজ রোড এবং কেশবপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট।

বিক্ষুব্ধ ছাত্রজনতার প্রতিনিধি সাদিয়া সুলতানা বলেন, এই ধর্ষকদেরকে রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি ধর্ষকের কঠোর শাস্তি দাবি করে বলেন, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেজন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

ছাত্রজনতার পক্ষ থেকে আরও দাবি করা হয়, আইনজীবীরা সঠিকভাবে যেন এই বিচার কাজটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১০ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।