ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আসছে: প্রেস সচিব

স্পেশাল করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আসছে: প্রেস সচিব

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি আইন পাস করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহেই আইনটি পাস হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরাতে সরকার নতুন আইন প্রণয়ন করছে। এ বিষয়ে ৩০টিরও বেশি আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে চুক্তি করা হয়েছে।

তিনি আরও জানান, টাকা পাচারের ঘটনা তদন্তে ইতোমধ্যে ১১টি কোম্পানি ও কয়েকজন স্বতন্ত্র ব্যক্তিকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার। পাচারকারীরা নানা উপায়ে বিদেশে টাকা পাঠিয়েছে।

এনবিআর চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম বলেন, অনেক ছেলে-মেয়ে বিদেশে পড়তে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে, টিউশন ফি বাবদই ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে! এটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, কীভাবে মানি লন্ডারিং হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমইউএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।