খুলনা: মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের অবিলম্বে ফাঁসি নিশ্চিতের দাবিতে খুলনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করে দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশন।
খুলনার সিটি বাইপাস রোডে সংগঠনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক। এতে সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মো. জালাল উদ্দিন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, কো অর্ডিনেট লিপিকা বুলবুল প্রমুখ।
মানুষের বিবেক কতটা নিচে নামলে ৮ বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মত নির্মমভাবে ধর্ষণ করতে পারে এমন প্রশ্ন করে প্রতিবাদ সভার প্রধান অতিথি অধ্যাপক সামিউল হক বলেন, এ ঘটনাটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র। যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চাই।
বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।
সভায় দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা দ্রুত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণসহ সকল ধর্ষণের ঘটনার বিচার চাই। নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম সাহস না দেখায়। দেশের এমন একটি মূহুর্তে মানসিকতার পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে। প্রতিটি নাগরিকের মানসিকতার পরিবর্তন করতে হবে। যার যার জায়গা থেকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে তাহলে দেশ পরিবর্তন হওয়া সম্ভব।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমআরএম