ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মাগুরায় স্মারকলিপি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মাগুরায় স্মারকলিপি প্রদান মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে মঙ্গলবার ছাত্রজনতা বিক্ষোভ সমাবেশ করে

মাগুরা: মাগুরায় আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রজনতা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে যেয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এখানে সাধারণ মানুষও ছাত্রদের সাথে অবস্থান নেন।  

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। একইসাথে বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার পায় সে ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন রকিবুল ইসলাম রাকিব, মুসা খাঁ, হৃদয় শেখ, রাজিব মোল্যা, দৃষ্টি খাতুন এবং পিঞ্জিরা।

সমাবেশ চলাকালীন ছাত্রজনতার পৃথক গ্রুপ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে যেয়ে স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১১ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।