ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

মেঘনার তীরে পড়েছিল নারী ও শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
মেঘনার তীরে পড়েছিল নারী ও শিশুর মরদেহ  প্রতীকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদী থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মসুরগাঁও এলাকার নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার ওপর দিয়ে মেঘনা নদী প্রবাহিত হয়েছে। ওই নদী দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও চাঁদপুরে যাতায়াত করে। মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মসুরগাঁও এলাকায় মেঘনা নদীর তীরে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  

পরে স্থানীয় জেলেরা বিষয়টি গোসাইরহাট থানার পুলিশকে জানালে থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান সকাল ১০টার দিকে মসুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। তবে ওই নারী ও শিশুর মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।  

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৪-৫ বছর। মরদেহ দুটি উদ্ধারের পর আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, মেঘনা নদীর এই রুট দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নৌযান থেকে তাদের নদীতে ফেলে দেওয়া হয়েছে অথবা তারা নদীতে পড়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।