ঢাকা: এমববিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি লিখতে না দেওয়াসহ ৫ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে পৌঁছলে পুলিশ আটকে দেয়।
বুধবার (১২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। এর আগে বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল শিক্ষার্থীরা। দুপুর ১টা ১৫ মিনিটে তারা পদযাত্রা শুরু করেন।
মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্যা কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতোমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
এর আগে সমাবেশ থেকে ডা. নিলুফার ইয়াসমিন বলেন, আমরা এত কষ্ট করে পড়াশোনা করি। মেডিকেলে যারা আসে, তারা দীর্ঘসময় পরিশ্রম করেই এই জায়গায় আসে। কিন্তু সহকারীরা যদি একইপদ যুক্ত করে তাহলে আমাদের তো মান থাকে না। প্রত্যন্ত অঞ্চলেই নয়, ঢাকায়ও এমন প্রচুর ভুয়া ডাক্তার রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ড. মোহাম্মদ জাকারিয়া আল আজিজ বলেন, ৩ বছর ডিপ্লোমা করে তারা ডাক্তার লিখবে, তা তো হয় না। ডাক্তারের সহকারী কেন ডাক্তার লিখবে?
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এফএইচ/এমজে