ঢাকা: সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, অনিয়মের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে। পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলার ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন, এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প। কিন্তু সৌদি আরব এখানে এক টাকাও দেয়নি। এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প।
শফিকুল আলম বলেন, মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। যেমন, এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরের পরিবর্তে আট কিলোমিটার দূরে, যেখানে তিনি একটি রিসোর্ট করছেন, সেখানে সরকারি অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন। প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১৭ কোটি টাকা। অনেকেই মনে করেন, এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল।
প্রেসসচিব বলেন, এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকল্পের দুর্নীতি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে দেখবে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমজে