ঢাকা, সোমবার, ৩ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

জাতীয়

মশা নিধনে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
মশা নিধনে ডিএনসিসির সঙ্গে কাজ করবে সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক

ঢাকা: আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে কাজ করবে সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৭ মার্চ) ডিএনসিসি কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

    

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, মশক নিয়ন্ত্রণে জনচেতনতার বিকল্প নাই। তাই, জনসচেতনতা বাড়তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণ-পরিসরগুলোতে মশক নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে।

তিনি বলেন, মশক নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ